আমেরিকাতে রেল স্টেশন,বাসষ্ট্যান্ড প্রভৃতি জায়গায় জুতা পালিশ করার মেশিন রাখা আছে।
আমেরিকাতে রেল স্টেশন,বাসষ্ট্যান্ড প্রভৃতি জায়গায় জুতা পালিশ করার মেশিন রাখা আছে।
মানুষ তাদের জুতো সহ একটা পা মেশিনের ভিতর ঢুকিয়ে দেয়, মেশিন একটা ঘরঘর আওয়াজ করে নিমেষের মধ্যে জুতোকে চকচকে করে দেয়, তারপর পা-টা বের করে অন্য পা ঢুকিয়ে দিলে সেই পায়ের জুতোও নিমেষের মধ্যে চকচকে করে দেয়।
দ্বিতীয় পায়ের জুতো পরিস্কার হওয়ার পর যতক্ষণ না পেমেন্ট বক্সে ধার্য্য ডলার ফেলা হবে, দু-নম্বর পা-টা মেশিন থেকে বেরই করতে পারা যাবে না I
এক বাঙ্গালী ব্যাপারটা প্রথমে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলো I
তারপর গেল নিজের জুতো পালিশ করাতে I
প্রথমে ডান পা মেশিনে ঢুকিয়ে জুতোটা চকচক করে নিল I
তারপর বাম পা-টা আর ওই মেশিনে ঢুকালো না I
চলে গেল অন্য একটা মেশিনে। সেখানে বাম পায়ের জুতোটা পালিশ করে গটগট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল।
.
বাঙ্গালী জিন্দাবাদ 😛😜😂😂
কোন মন্তব্য নেই