Header Ads

Header ADS

ভালবাসার গল্প


জহুরুল : এই শুনছো, আমার টাই
টা পাচ্ছি না।
তন্নী: এই তো, তোমার
আলমারিতেই আছে,
একটু দেখো ভালো করে।
জহুরুল : ভুলে গিয়েছিলাম।
আর এ আমার জুতার ব্রাশ
কোথায় গেল?
তন্নী: সেদিন কোথায় রেখেছিলে,
মনে আছে?
বিছানার নীচে দেখো ডানদিকে। জহুরুল : ওহ, পেয়েছি।
আচ্ছা আমার মোবাইল
কোথায় রাখলাম?
একটা কল দেওতো।
তন্নী: মিস্টার ভুলরাম,
বালিশে পাশেই আপনার
মোবাইল রাখা।
জহুরুল : তুমি না থাকলে যে কী হতো আমার?
কিছুই মনে থাকে না।
তন্নী : কী আর হতো!
আমি না থাকলে ঠিক এ সব
মনে থাকতো তোমার।
আছি বলেই তো ভুলে যাও।
জহুরুল : ভুলতে তো ভালোই লাগে।
তাই ভুলে যাই।
আচ্ছা, আসি তাহলে।
তন্নী: তা আপনার মানিব্যাগ
ছাড়াই চলে যাবেন?
জহুরুল : এই দেখো, এটাও
ভুলে গেছিলাম।
তো এখন দেন আমাকে।
তন্নী: এই নেন।
আমাকে কিছু দিয়ে যাবেন না?
জহুরুল : কাছে এসো।
আজ ও সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে জহুরুলের।
২ বছর হলো, তন্নী নেই।
না ফেরার দেশে চলে গেছে।
ও কী জানে,
ওর কথাটা ভুল ছিলো।
এই ২ বছরের প্রতিটি দিন-ই জহুরুল কিছু না কিছু
ভুলে ফেলে যায় বাসায়।
খুব জানতে ইচ্ছে করে জহুরুলের
তন্নী কী দেখতে পায় যে এখনও
সে ভুলোমনাই আছে!!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.